আজকের ভারতবর্ষে আগ্রাসী হিন্দুত্ববাদী ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার সময় এসেছে, সময় এসেছে প্রকৃত ফ্যাসিবিরোধী যুক্তঐক্যে সামিল হওয়া। আর এরই প্রেক্ষিতে কমরেড চারু মজুমদের শহিদ দিবস পালনের সময় তাঁর উপরোক্ত কথাগুলিকে মান্যতা দিয়ে তার সজীব অনুশীলন করার। শুধুমাত্র দিবস পালন নয়, চারু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর চিন্তাচর্চার নিবিড় অনুশীলন আজ সময়ের দাবি।
by অশোক চট্টোপাধ্যায় | 29 July, 2024 | 742 | Tags : Charu Majumder Political Prisooners Constitution Emergency